Easy English

Easy English Online Learning Platform

Recent Post

LightBlog
Responsive Ads Here

শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

If=যদি, এর ব্যবহার। 1 টা Structure দিয়ে অনেক Sentence - মোঃ নাজির হোসেন

মোঃ নাজির হোসেন - MD. Nazir Hossain ( Easy English Facebook Group Admin 2)

Structure: If you + verb(1)+object, + sub + will + verb এর present form + Object + Ext.

★ যদি তুমি চাও, আমি তাকে সাহায্য করব।
~ If you want, I will help him.
★ যদি তুমি চাও, আমি তোমাকে সাহায্য করব।
~ If you want, I will help you.
★ যদি তুমি চাও, তবে আমি চাকরিটা করব।
~ If you want, I will do the job.
★ যদি তুমি স্কুলে যাও, তবে তুমি পরীক্ষায় পাশ করবে।
~ If you go to school, you will pass the exam.
★ যদি তুমি পড়, তবে তুমি পরিক্ষায় পাশ করবে।
~ If you read, you will pass the exam.
★ যদি তুমি বই পড়, তবে তুমি জ্ঞান অর্জন করতে পারবে।
~ If you read book, you will earn knowledge.
★ যদি তুমি চাও, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব।
~ If you want, I will wait for you.
★ যদি তুমি চাও, তাহলে আমি তাকে ভালোবাসবো।
~ If you want, I will love him.
★ যদি তুমি চাও, আমি তোমাকে ভালোবাসবো।
If you want, I will love you.
★ যদি তুমি চাও, তাহলে আমি সেখানে যাব।
~ If you want, I will go to there.
★ যদি তুমি চাও, তাহলে আমি ইংল্যান্ডে যাব।
~ If you want, I will go to England.
★ যদি তুমি চাও, তাহলে আমি ৩০ দিন পরে লন্ডনে যাব।
~ If you want, I will go to London after 30 days.
★ যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো।
~ If you love me, I will love you.
★ যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে সাহায্য করব।
~ If you help me, I will help you.
★ যদি তুমি তাকে সাহায্য কর, তাহলে আমি তোমাকে সাহায্য করবো।
~ If you help him, I will help you.

উপরুক্ত Structure অথবা নিয়ম অনুযায়ী সবাই নিজে নিজে ৫+ করে Sentence তৈরি কর। না পারলেও চেষ্টা করো। অথবা কমেন্ট ও করতে পারো।

চাইলে আমাদের Easy English ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন। এখানে আপনি নিজেই শিক্ষক হয়ে শেখাতে পারবেন, অথবা আপনি শিখতে পারবেন
Join Now Our Facebook Group

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন