Easy English

Easy English Online Learning Platform

Recent Post

LightBlog
Responsive Ads Here

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

সহজ সহজ কিছু ইংরেজি Sentence বাংলা সহ এখান থেকে হাজার হাজার Sentence করা যাবে

পোষ্টকারীঃ মো: নাজির হোসেন MD. Nazir Hossain (Easy English Group Admin 2)

সহজ সহজ কিছু ইংরেজি Sentence. যদি তোমার মাথায় Logic থাকে তবে এই সল্প Sentence দিয়ে অনেক Sentence তৈরি করতে পারবা ইনশা'আল্লাহ।
--------->>
1. Muslims go to mosque on Friday - মুসলিমরা শুক্রবার মসজিদে যায়।
.
এখানে যদি অন্য ধর্মের জাতির কথা বলতে চান তাহলে Muslim এর যায়গায় যে ধর্মের কিথা বলতে চান সেই ধর্মের নাম লিখবেন আর Mosque এর যায়গায় সেই ধর্মের লোক যেখানে যায় সেটা দিবেন।
যেমনঃ
Hindus go to Temple now - হিন্দুরা এখন মন্দিরে যায়।
বিঃদ্রঃ Muslims, Hindus এতে সবার শেষে s যুক্ত হয়েছে। এই s দ্বারা মুসলিমরা, হিন্দুরা হয়েছে। মনে অনেকজন কে বুঝানো হয়েছে।

2. I'm on the bus now - আমি এখন বাসে আছি।

বিঃদ্রঃ যদি কেউ কোনো যায়গায় থাকেন ঠিক সেই মূহুর্তে আপনি যেখানে থাকবেন উপরের Sentence এর Bus বাদ দিয়ে সেই যায়গার কথা বলবেন। তাহলেই হবে
যেমনঃ
I'm on the market now - আমি এখন বাজারে আছি।

এখন এটা দিয়ে একটা Sentence তৈরি করো.....

3. I eat rice - আমি ভাত খাই

এখানে rice বাদ দিয়ে আপনি যে খাবার খান সেই খাবারের নাম দিলে সেটা হয়ে যাবে। যেমনঃ
I eat apple - আমি আপেল খাই

4. You will cry after watching this video. - ভিডিওটি দেখার পর তুমি কাদবে।
5. I will try it - আমি এটি চেষ্টা করবো।
6. where from does your father come. - তোমার বাবা কোথা থেকে আসে?
7. Where from does your sister come? - তোমার বোন কোথা থেকে আসে?
8. He cries - সে কাদে
9. They read book - তারা বই পড়ে।
10. Students don't learn English - ছাত্ররা ইংরেজি শিখে না।
11. Students don't learn Math. - ছাত্ররা গনিত শিখে না.
Students learn English - ছাত্ররা ইংরেজি শিখে।
12. I write story - আমি গল্প লিখি।
13. I write poem - আমি কবিতা লিখি
14. You go to school - তুমি স্কুলে যাও
15. You go to market - তুমি বাজারে যাও
----->>
এখন তোমরা চেষ্টা করো দেখি

অনুগ্রহ করে সকলেই আমাদের Easy English ফেসবুক গ্রুপে যোগ দিন। এখানে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন আবার আপনি অন্যকেও শেখাতে পারবেন।
Join Now

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন